আলোকিত রিপোর্ট:
বাংলাদেশি হজ যাত্রীদের ভিসা ক্লিয়ারেন্সের শতভাগ কার্যক্রম ঢাকায় সম্পন্ন করার বিষয়ে আশ্বাস দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ।
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে ঢাকা ও রিয়াদের মধ্যে রাজনৈতিক সংলাপের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ড. মোমেন বলেন, হজে যারা যাবেন, তারা যেন সহজে ভিসা করে যেতে পারেন সে বিষয়ে আমরা বলেছি, যেন হয়রানি কম হয় তাদের। এ বিষয়ে সৌদির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভিসা ক্লিয়ারেন্সের সব কাজ যেন বাংলাদেশে হয়, সেজন্য তারা সহযোগিতা করবেন। সব কার্যক্রম এখানে হলে কোনো হয়রানি হবে না। এতে আমাদের হজ যাত্রীরা খুব খুশি হবেন।