আলোকিত রিপোর্ট:
বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা সম্প্রতি বাংলামটরস্থ রূপায়ণ ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান এবং হামদর্দ বাংলাদেশ-এর চীফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।
এসোসিয়েশনের মহাসচিব হাকীম আ.খ. মাহবুবুর রহমান সাকী’র পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন এসোসিয়েশনের কর্মকর্তাদের মধ্যে হাকীম আবুল কালাম পাটওয়ারী, ডা. হাকীম মোবারক হোসাইন, হাকীম নৃপেন্দ্রনাথ বৈরাগী, হাকীম এম.এ করিম সিদ্দিকী, হাকীম কামরুজ্জামান, হাকীম মোঃ কামরুল ইসলাম নাবাতাতী, হাকীম মোঃ মনোয়ার হোসেন সোহেল, হাকীম মো. শাহেদ হোসেন পাটওয়ারী, হাকীম মো. আব্দুল্লাহ আল-মামুন, হাকীম মো. রুহুল আমিন, হাকীম শাহ্ করিম উল্লাহ চিশতী, হাকীম মোহাম্মদ শামীম, হাকীম মো. আবু তোহা, হাকীম মো. সেলিম রেজা, হাকীম মো. সেকান্দর আলী, হাকীম মো. জয়নাল আবেদীন, হাকীম মো. শাহ্আলম ভূঁইয়া, হাকীম মো. আজিজুর রহমান মোল্লা, হাকীম মো. গোলাম মোস্তফা, হাকীম মো. জাহিদুর রহমান, হাকীম শামছুল ইসলাম প্রমুখ।
সভায় এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের কতিপয় শূণ্য পদ পূরণ, ‘বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন-২০২১’ এবং ঔষধ আইন-এর খসড়ার সর্বশেষ অবস্থা অবহিতকরণ ও কর্মসূচী গ্রহণ, সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সাংগঠনিক সফর, নবগঠিত জেলা শাখার অনুমোদনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।