আনসার আল ইসলামের অন্যতম সংগঠক মুন্সি ইকবাল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম এর অন্যতম সংগঠক ও মুফতি হান্নানের ভাই মুন্সি ইকবাল আহমেদকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

সম্প্রতি কারওয়ানাবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-৪ জানায়, ঢাকা জেলার সাভার থানাধীন রাজাসন এলাকা থেকে গতকাল শুক্রবার মুন্সি ইকবাল আহমেদকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে উগ্রবাদী বই এবং লিফলেট জব্দ করা হয়। র‌্যাব-৪’র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক এসব তথ্য নিশ্চিত করেন।

মুন্সি ইকবালের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে র‌্যাব জানায়, তিনি হরকাতুল জিহাদের নেতা ছিলেন। ২০০৪ সালের ২১ মে সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী সিলেটে হযরত শাহজালালের মাজারে গ্রেনেড হামলা হয়। এরপর তাদের ওপর গোয়েন্দা নজরদারি শুরু হয়। পরবর্তী সময় থেকে তিনি আনসার আল ইসলামের অন্যতম সংগঠক হিসেবে কাজ করছেন। সংগঠনের অন্যান্য ৫ থেকে ৬ জন সদস্যদের নিয়ে গত ১১ মার্চ রাতে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে মিলিত হয়েছিলেন তিনি। সংগঠক হিসেবে অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন তিনি। তার মোবাইল থেকে বিভিন্ন উগ্রবাদী কথোপকথনের প্রমাণ জব্দ করা হয়েছে।