করোনায় আরও ৩৪ জনের মৃত্যু

আলোকিত স্বদেশ রিপোটারঃ-

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৮৭২ জনে। নতুন শনাক্তের ৬৬ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ৪৭৪৬ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৪৬৯২ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ১৯ হাজার ১০২ জন। দৈনিক শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন এই সংখ্যা ছিল ১৩ দশমিক ৫৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১১৪১৭ জন এবং এখন পর্যন্ত ১৭ লাখ ৩ হাজার ৩০৯ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ  স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৮৭৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ১৭৪টি নমুনা সংগ্রহ এবং ৩৪ হাজার ৪৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৩০ লাখ ৬৪ হাজার ২৪৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।