ক্রিড়াডেস্ক:
প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে দল পেলেন না সাকিব আল হাসান।
২০১১ আইপিএল নিলামের পর এই প্রথম নিলামে অবিক্রিত থেকে গেলেন বাংলাদেশি অলরাউন্ডার। নিলামের দুদিনই নাম ডাকা হয়েছিল সাকিবের। কিন্তু কলকাতাসহ ১০ দলের কেউ সাকিবে আগ্রহ দেখায়নি।
রোববার রাতেই নিশ্চিত হয়ে যায় এবারের আইপিএল খেলা হচ্ছে না বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের।
বিষয়টি নিয়ে সাকিবভক্তসহ ক্রিকেটপ্রেমীদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। সর্বোচ্চ ভিত্তিমূল্যের (২ কোটি) সাকিব কেন অবিক্রিত থাকলেন?
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন শিশির।
সেখানে তিনি লিখেছেন, ‘আপনারা খুব বেশি উত্তেজিত হওয়ার আগেই জানিয়ে দেই, কয়েকটা দল তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিল। জানতে চেয়েছিল সে পুরো মৌসুম খেলতে পারবে নাকি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শ্রীলংকা সফরের জন্য সে পারত না! এই কারণেই তাকে নিলাম থেকে কেউ নেয়নি।’