আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের পর এবার দক্ষিণ কোরিয়া চলতি মাসের শেষে করোনা মোকাবিলায় টিকার চতুর্থ, বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করেছে। করোনার নয়া ধরন ওমিক্রন সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির সরকার অতিরিক্ত টেস্টিং কিট সরবরাহও বাড়াচ্ছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কোন ডিওক-সিওল জানিয়েছেন এসব তথ্য।
কোভিড রিসপন্স মিটিংয়ে দেশটির স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, দৈনিক সংক্রমণ বেড়েই চলেছে, তবে টিকাদান কার্যক্রমও চলছে। পাঁচ কোটি ২০ লাখ মানুষের মধ্যে ৫৭ শতাংশ প্রথম বুস্টার ডোজ নিয়েছেন উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, সেকারণে গুরুতর সংক্রমণ ও মৃত্যুর হার কম। উচ্চঝুঁকিতে থাকা মানুষজন করোনা টিকার চতুর্থ ডোজ নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বলেও জানান তিনি।