জাতীয় নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত রাখতে নির্বাচন কমিশনের নির্দেশনায় ১২ ফেব্রুয়ারির আগে সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত করা হয়েছে। এর ফলে ফুটবল ও ক্রিকেট ছাড়া অন্যান্য ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের নির্বাচন কার্যক্রমও বন্ধ থাকবে।
জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান জানান, নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী গলফ ফেডারেশনের চলমান নির্বাচন আপাতত স্থগিত করা হয়েছে এবং জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো ফেডারেশনের নির্বাচন শুরু হবে না। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়নি, তবে ইসির নির্দেশনাকে ক্রীড়াঙ্গনের জন্য স্বয়ংক্রিয়ভাবে কার্যকর ধরা হচ্ছে।
এদিকে জাতীয় ক্রীড়া পরিষদ আজ ১১ ফেডারেশনের সঙ্গে বৈঠক করেছে। সেখানে অফিস কক্ষসংক্রান্ত সমস্যার সমাধানে মওলানা ভাসানী স্টেডিয়ামসহ বিভিন্ন স্থাপনার অব্যবহৃত কক্ষ বণ্টনের আশ্বাস দেওয়া হয়েছে।
-এমইউএম










