পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের পেসারকে ভিসা দিলো না ভারত

আগামী ফেব্রুয়ারি–মার্চে মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর মাত্র এক মাস আগে যুক্তরাষ্ট্রের পেসার আলী খানকে ভারতীয় ভিসা দেয়নি কর্তৃপক্ষ। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন পাকিস্তানে জন্ম নেওয়া এই ক্রিকেটার।

৩৫ বছর বয়সী আলী খান নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, “ভারতের ভিসা মেলেনি, কিন্তু কেএফসি জিতে গেছে।”

তার এই পোস্টের পর নতুন করে আলোচনায় এসেছে ভারতের ভিসা জটিলতা। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি বংশোদ্ভূত বা গ্রিন পাসপোর্টধারী ক্রিকেটারদের জন্য ভারতীয় ভিসা পাওয়া কঠিন হয়ে উঠতে পারে।

আলী খান যুক্তরাষ্ট্রের হয়ে এখন পর্যন্ত ১৫টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যদিও এখনো যুক্তরাষ্ট্র তাদের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেনি, তবে দলের পেস আক্রমণের অন্যতম ভরসা হিসেবে আলী খানের অন্তর্ভুক্তি প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। তিনি এর আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলেও খেলেছেন। তবে এবার সেই ভারতই তাকে ভিসা দেয়নি।

এর আগে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছিল, ইতালি, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ একাধিক সহযোগী দেশের দলে পাকিস্তানি বংশোদ্ভূত বা দ্বৈত নাগরিকত্বধারী ক্রিকেটার রয়েছেন। ভারত সফরের জন্য ভিসা আবেদনে এসব খেলোয়াড় নানা জটিলতার মুখে পড়ছেন।

এই পরিস্থিতিতে ওই পাঁচ দেশের ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে দিকনির্দেশনা চেয়েছে। তবে এখন পর্যন্ত তারা আইসিসি কিংবা বিসিসিআইয়ের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পায়নি।

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের জন্য ভারতীয় ভিসা জটিলতা নতুন নয়। আগের আসরগুলোতেও বিভিন্ন দেশের খেলোয়াড়দের একই ধরনের সমস্যার মুখে পড়তে হয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবারও সেই বিষয়টি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

-এমইউএম