চলতি বছর লিওনেল মেসি যোগ দিতেই আমূলে বদলে গেছে ইন্টার মায়ামি। জিততে ভুলে যাওয়া দলটি ফিরে জয়ের ধারায়। কাটায় ট্রফির খরা। শোকেস ভরতে শুরু করে তাদের। এবার ২০২৪ সালে শোকেসের পাশাপাশি ব্যাংকও ভরবে মায়ামির।
নতুন বছরে দেশব্যাপী তাদের যতগুলো ম্যাচ রয়েছে তার সবগুলোর টিকিট ছাড়া হয়েছে। লিওনেল মেসিকে নিজ চোখে কাছ থেকে দেখতে দর্শক-সমর্থকরা হট কেকের মতো কিনতে শুরু করেছেন টিকিট।
সবচেয়ে কম গুরুত্বপূর্ণ ও আগ্রহের তলানিতে থাকা ম্যাচেরও সর্বনিম্ন টিকিটের মূল্য ধরা হয়েছে ৭৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯ হাজার।
আর নিউ ইয়র্ক সিটি এফসি’র বিপক্ষে মায়ামির ম্যাচের একটি সাধারণ টিকিট কিনতে দর্শকদের খরচ করতে হচ্ছে সর্বনিম্ন ৪১৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় ৫০ হাজার টাকা।
এতো গেল সাধারণ টিকিটের দাম। ভিআইপি টিকেট কিনতে কমপক্ষে হাজার ডলার খরচ করতে হবে। অর্থাৎ লক্ষাধিক টাকা।
সর্বনিম্ন ৭৯ ডলারে যে ম্যাচটি দেখা যাবে সেটা অনুষ্ঠিত হবে আগামী ১০ মার্চ। এফসি মন্ট্রিয়ালের বিপক্ষে লড়বেন মেসিরা।
কিছু কিছু ম্যাচে ১০০ ডলারের নিচে কোনো টিকিটই পাওয়া যাবে না। সর্বনিম্ন ১০০ ডলার। অবশ্য ঘরের মাঠে মায়ামির কিছু ম্যাচের টিকিট দর্শকরা কিনতে পারবেন সর্বনিম্ন ৯০ ডলারে।