বাংলা সঙ্গীতের জনপ্রিয় পপ লিজেন্ড ফেরদৌস ওয়াহিদ এবং তরুণ পপ তারকা খন্দকার বাপ্পির কণ্ঠে নতুন গান ‘ফাঁকি’–এর মিউজিক ভিডিও নির্মাণ সম্পন্ন হয়েছে। শিগগিরই এটি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশের মাধ্যমে দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছাবে।
গানটির রচয়িতা তারেক আনন্দ, আর সুর ও সংগীতায়োজন করেছেন মেহেদী বাপন। গত রবিবার ভিডিও শুটিংয়ের কাজ শেষ হয়। ভিডিওটি পরিচালনা করেছেন খন্দকার বাপ্পি নিজেই এবং এতে অপূর্ব কোরিওগ্রাফি করেছেন। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে জনপ্রিয় তারকা বুলবুল টুম্পাকে।
এই নিয়ে ফেরদৌস ওয়াহিদ বলেন,‘আমি সবসময় নতুন প্রজন্মের সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চাই। গানের লেখা, সুর, সংগীত থেকে মিউজিক ভিডিও—সবকিছুই আমার খুব পছন্দ হয়েছে। এই কাজের সাথে যুক্ত সবার প্রতি রইল আমার শুভকামনা।’
খন্দকার বাপ্পি বলেন,“এ গানটি এমন এক প্রজন্মকে আরেক প্রজন্মের সাথে সংযুক্ত করার চেষ্টা। ফেরদৌস ওয়াহিদ ভাইয়ের সঙ্গে কণ্ঠ দেওয়ায় আনন্দিত। এর আগে আমাদের ‘নাচ পাগলা’ গানটি শ্রোতারা বেশ পছন্দ করেছিলেন, সেই ধারাবাহিকতায় এই নতুন গানটি এনেছি। আশা করি শ্রোতারা এটি উপভোগ করবেন।”
গীতিকার তারেক আনন্দ জানান, ‘আমি এই গানটি সুরের ওপর লিখেছি। এটি প্রেমভিত্তিক গান না হলেও, চেষ্টা করেছি শ্রোতাদের মনে দাগ কাটার মতো করে লেখা। ভিডিওর কাজও শেষ হয়েছে। আশা করি সবাই গানটি পছন্দ করবেন।’
মডেল বুলবুল টুম্পা বলেন, ‘গানের কথা ও সুরের সঙ্গে ভিডিওর পরিকল্পনা খুব সুন্দর ছিল। পুরো আয়োজন আমার ভালো লেগেছে। দীর্ঘদিন পর মিউজিক ভিডিওতে কাজ করলাম। যারা আমাকে এখানে দেখতে চেয়েছেন, তাদের অবশ্যই ভালো লাগবে।’
উল্লেখ্য, ২০২৬ সালে খন্দকার বাপ্পির ‘প্রলয়’ গানেও মডেল হিসেবে বুলবুল টুম্পাকে দেখা গিয়েছিল।
মাহমুদ সালেহীন খান










