কেয়া পায়েল যেন সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ভেঙে গড়ার এক নীরব যাত্রায় আছেন। অভিনয়ের শুরুটা খুব বেশি দিনের নয়, অথচ অল্প সময়েই তিনি হয়ে উঠেছেন ইউটিউব নাটকের অন্যতম ভরসার নাম। সেই ধারাবাহিক সাফল্যের মধ্যেই আসছে তাঁর নতুন নাটক ‘মনের দেয়ালে’।
বসুন্ধরা হাউজিং নিবেদিত রোমান্টিক গল্পের এ নাটক ২৯ জানুয়ারি প্রকাশ পাবে ক্যাপিটাল ইউটিউব ড্রামা চ্যানেলে। নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন, সহশিল্পী হিসেবে রয়েছেন জোভান। ২০২০ সালে অভিনয়ে পথচলা শুরু করা কেয়া পায়েল এই পাঁচ বছরের কিছু বেশি সময়ে প্রায় ৪০০টির মতো নাটকে অভিনয় করেছেন। সংখ্যার এই হিসাবের চেয়েও বিস্ময়কর তাঁর ভিউ-সাফল্য। ইউটিউবে কেয়া পায়েল অভিনীত ১০২টি নাটক ১ কোটি ভিউয়ের মাইলফলক অতিক্রম করেছে, যা সমসাময়িক সময়ে খুব কম শিল্পীর ক্ষেত্রেই দেখা যায়। সম্প্রতি কেক কেটে এ সাফল্য উদযাপন করেছেন অভিনেত্রী। তবে নিজেকে কখনোই একক কৃতিত্বের দাবিদার মনে করেন না তিনি।
তার ভাষায়, দর্শক ও সহকর্মীদের সম্মিলিত ভালোবাসাই এ অর্জনের মূল শক্তি। নিজের অভিনয় নিয়ে আত্মতুষ্টিতে ভোগেন না কেয়া পায়েল। সুযোগ পেলেই নিজের কাজ দেখেন, পাশাপাশি অন্য শিল্পীদের ভালো অভিনয় পর্যবেক্ষণ করেন। পর্দায় নিজেকে দেখে তাঁর মনে হয়-আরও ভালো করার জায়গা আছে, এখনো অনেক কিছু শেখার বাকি। এই আত্মসমালোচনাই হয়তো তাকে প্রতিটি নতুন চরিত্রে নতুন করে চেষ্টা করতে অনুপ্রাণিত করে।
মাহমুদ সালেহীন খান










