স্ত্রীসহ নিজের সম্পদের হিসাব দিলেন জ্বালানি উপদেষ্টা

স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিতের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সহ তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা ড. ফাওজুল কবির খান তার ও তার স্ত্রীর ২০২৪-২৫ অর্থবছরের আয় ও সম্পদ বিবরণী মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) তিনি নিজেই তার ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা-২০২৪ অনুসরণ করে তিনি এই হিসাব দাখিল করেছেন। এর আগে তিনি ২০২৩-২৪ অর্থবছরের কার্যবিবরণীও দাখিল করেছিলেন বলে জানান।

ফেসবুক পোস্টে উপদেষ্টা উল্লেখ করেন, বর্তমান বিবরণীটি ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত আয় ও সম্পদের হিসাব, যা অন্তর্বর্তীকালীন সরকারের পুরো মেয়াদের জন্য সম্পূর্ণ নয়। তবে প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। তিনি লিখেছেন, “জবাবদিহিতার স্বার্থে, ইনশা আল্লাহ ২০২৫-২৬ অর্থবছর সমাপ্তির পর পুনরায় আয় ও সম্পদ বিবরণী মন্ত্রিপরিষদ বিভাগে দাখিল করব।”

উপদেষ্টা তার পোস্টে আরও জানান যে, এই বিবরণীগুলো আগেই আয়কর রিটার্নের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জমা দেওয়া হয়েছিল। ড. ফাওজুল কবির খান তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে, জনগণের কাছে দায়বদ্ধতা নিশ্চিত করতেই তিনি নিয়মিতভাবে সম্পদের তথ্য প্রকাশ করে যাচ্ছেন।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা ইতোমধ্যেই অন্যান্য উপদেষ্টাদেরও তাদের সম্পদের বিবরণী জমা দেওয়ার জন্য উৎসাহিত করেছেন, যা দেশের প্রশাসনিক কাঠামোতে একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

লামিয়া আক্তার