কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, গণঅধিকার পরিষদ, সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাড়ে তিন শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। জামায়াতে সদ্য যোগ দেওয়া সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের হাত ধরে তারা জামায়াতে যোগ দেন।
শুক্র ও শনিবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার চান্দপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে মেজর (অব.) আখতারুজ্জামানের বাড়িতে তার উপস্থিতিতে জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে নতুন সদস্যরা আনুষ্ঠানিকভাবে সদস্যপদ গ্রহণ করেন।
যোগদানকারীরা হলেন- বিএনপি নেতা মোখলেছুর রহমান দাদন, মোতাহার হোসেন মামুন, আনোয়ার হোসেন লিলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ভুঁইয়া, গণঅধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি সৈয়দ আলী উজ্জামান মহসিন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কটিয়াদী উপজেলা যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, আচমিতা ইউনিয়ন কমিটির সভাপতি মো. স্বপন মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য, দুইজন সনাতন ধর্মাবলম্বী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার সাড়ে তিন শতাধিক লোক জামায়াতে ইসলামীতে যোগ দেন।
গত ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। যোগদানের পর থেকেই তিনি কটিয়াদীসহ বিভিন্ন এলাকায় এবং ঢাকায় দলটির নানা কর্মসূচি ও অনুষ্ঠানে নিয়মিত অংশ নিয়ে বক্তব্য রাখছেন।
আখতারুজ্জামান রঞ্জন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে জামায়াতে মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী শফিকুল ইসলাম মোড়লের পক্ষে নির্বাচনি প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করছেন। পাশাপাশি গত বৃহস্পতিবার তিনি ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে আয়োজিত এক নির্বাচনি জনসভায় বক্তব্য দেন এবং নিজ এলাকার নেতাকর্মী ও সমর্থকদের জামায়াতে যোগদানের আহ্বান জানান।
মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেন, দেশ ও মানুষের কল্যাণে আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামী সম্পর্কে ভুল ব্যাখ্যা ও অপপ্রচার চালানো হয়েছে। বাস্তবে জামায়াতে ইসলামী কোনো যুদ্ধাপরাধী দল নয়। এটি একটি স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী রাজনৈতিক দল।
-সাইমুন










