দাদির কবর জিয়ারত করলেন জাইমা রহমান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানসহ পরিবারের অন্য সদস্যরা। আজ শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে গিয়ে তারা মরহুমার কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করেন।

সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা জিয়া উদ্যানে পৌঁছান। এ সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি, তার দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান।

জিয়ারতকালে তারা কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তিলাওয়াত করেন। এরপর মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান করার পর পরিবারের সদস্যরা বাগান এলাকা ত্যাগ করেন।

উল্লেখ্য, বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় দীর্ঘ চিকিৎসাধীন থাকার পর গত বছর (২০২৫) খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। এরপর থেকেই নিয়মিত বিরতিতে তার পরিবারের সদস্যরা এবং দলের নেতাকর্মীরা তার কবর জিয়ারত করে আসছেন। আজ ছুটির দিনে সকালে অনেকটা নিরিবিলি পরিবেশে পরিবারের সদস্যরা এই জিয়ারত সম্পন্ন করেন।

এর আগে ২৩ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ঘিরে স্মৃতিচারণ করেছিলেন জাইমা রহমান । খালেদা জিয়ার সঙ্গে ছোটবেলার একটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, “আমি দাদুর পাশে থাকতে চাই। এই সময়টাতে আব্বুকে সর্বাত্মক সহায়তা করতে চাই।”

দাদুকে নিয়ে তার সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর একটি হলো অভিভাবক হিসেবে খালেদা জিয়ার মমতাময়ী রূপ। তিনি উল্লেখ করেন, তার বয়স যখন এগারো, তখন স্কুল ফুটবল টিম একটি টুর্নামেন্ট জিতলে তিনি মেডেল পান। মা ডা. জুবাইদা রহমান তাঁকে সরাসরি দাদুর অফিসে নিয়ে যান; যেন তিনি নিজেই দাদুকে বিজয়ের গল্পটি বলতে পারেন। গোলকিপার হিসেবে কীভাবে খেলেছেন সে কথা উচ্ছ্বাসের সঙ্গে বলার সময় তিনি অনুভব করেছিলেন দাদু গভীর মনোযোগ দিয়ে তাঁর কথা শুনছেন। পরে সেই গল্প অন্যদের কাছেও গর্বের সঙ্গে বলতেন খালেদা জিয়া।

আরো লেখেন, তিনি সবসময় জানতেন তার দাদুর কাঁধে একটি দেশের দায়িত্ব ছিলো। তিনি পরিবারের খোঁজ রাখতেন, সময় দিতেন এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সাহস ও প্রেরণা জোগাতেন। এই ছোট ছোট অভিজ্ঞতা থেকেই তিনি নেতৃত্বের প্রথম শিক্ষা পেয়েছেন আরো পেয়েছেন নম্রতা, আন্তরিকতা ও মন দিয়ে শোনার মানসিকতা।

-এম এইচ মামুন