রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শীতের দাপট কিছুটা কমেছে। গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা সোমবারের তুলনায় কিছুটা বেশি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সকাল ৬টার দিকে ঢাকার তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ। গতকাল সোমবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও আশপাশের এলাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
আবহহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টা সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তরাঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪১ মিনিটে এবং বুধবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে।