আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬-এ অংশগ্রহণকারী প্রকাশকদের জন্য সুখবর নিয়ে এসেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। প্রকাশকদের দীর্ঘদিনের দাবির মুখে মেলায় স্টল ও প্যাভিলিয়ন ভাড়া ২৫ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সোমবার (২৬ জানুয়ারি) সংস্কৃতি উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব এবং বাংলা একাডেমির মহাপরিচালকের মধ্যে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বইমেলার খরচ বৃদ্ধি এবং প্রকাশনা শিল্পের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে প্রকাশকরা ভাড়া কমানোর জন্য উপদেষ্টার কাছে অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুরোধের প্রেক্ষিতেই সৃজনশীল প্রকাশনা শিল্পকে উৎসাহিত করতে এই ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী।
উল্লেখ্য যে, এবারের অমর একুশে বইমেলা আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। প্রতি বছর ১ ফেব্রুয়ারি মেলা শুরু হলেও বিশেষ কারণে এবার কিছুটা পিছিয়ে ২০ তারিখ নির্ধারণ করা হয়েছে। বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, ভাড়া কমানোর সিদ্ধান্ত বাস্তবায়নে এবং মেলা গোছানোর কাজে তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক বার্তায় প্রত্যাশা ব্যক্ত করেছে যে, ভাড়া কমানোর এই উদ্যোগ প্রকাশকদের আর্থিক চাপ লাঘব করবে এবং এবারের অমর একুশে বইমেলা লেখক, পাঠক ও প্রকাশকদের এক স্বতঃস্ফূর্ত ও সার্থক মিলনমেলায় পরিণত হবে।
–লামিয়া আক্তার










