সোমবার (২৬ জানুয়ারি) সকালে বারিধারার ভারতীয় হাইকমিশন চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে তিনি উপস্থিত সবার উদ্দেশে ভারতের মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের নির্বাচিত অংশ পাঠ করে শোনান।
এ সময় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী এবং ঢাকায় অবস্থানরত ভারতীয় নাগরিকরা অনুষ্ঠানে যোগ দেন। দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে ভারতীয় শিল্পীরা তাঁদের ঐতিহ্যবাহী নাচ ও গান পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হাইকমিশনার প্রণয় ভার্মা ভারতের অগ্রগতির কথা তুলে ধরার পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্বও স্মরণ করেন।