সালমান শাহ তিন দশক আগে না ফেরার দেশে পাড়ি জমালেও এই ক্ষণজন্মা নায়কের জনপ্রিয়তায় আজও ভাটা পড়েনি। বরং সময় যত গড়িয়েছে, দর্শকের আবেগে সালমান শাহ হয়ে উঠেছেন আরও গভীর, আরও স্মৃতিময়। সেই ভালোবাসাকেই সম্মান জানিয়ে পুরান ঢাকার জনপ্রিয় মাল্টিপ্লেক্স লায়ন সিনেমা আয়োজন করেছে বিশেষ সপ্তাহব্যাপী প্রদর্শনী ‘ফিরে দেখি সালমান শাহ’।
এই বিশেষ আয়োজনে একসঙ্গে প্রদর্শিত হচ্ছে সালমান শাহ অভিনীত তিনটি আলোচিত ও জনপ্রিয় চলচ্চিত্র ‘স্বপ্নের পৃথিবী’, ‘অন্তরে অন্তরে’ ও ‘সত্যের মৃত্যু নেই’। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে আগামী বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন প্রতিটি সিনেমার দুটি করে শো থাকায় ভক্ত-দর্শকের জন্য থাকছে প্রিয় নায়কের ছবি বড় পর্দায় দেখার পর্যাপ্ত সুযোগ।
১৯৯৪ সালের ১০ জুন মুক্তিপ্রাপ্ত ‘স্বপ্নের পৃথিবী’ পরিচালনা করেন শিবলি সাদিক। ফেরদৌসের গল্পে নির্মিত এই ছবির চিত্রনাট্যও লিখেছেন পরিচালক নিজেই। আশা প্রডাকশনস লিমিটেডের ব্যানারে প্রযোজিত ছবিটিতে সালমান শাহের বিপরীতে অভিনয় করেন মৌসুমী। এটি ছিল এই জনপ্রিয় জুটির দ্বিতীয় সিনেমা। রোমান্টিক গল্পনির্ভর ছবিটিতে আরও অভিনয় করেছেন আনোয়ারা ও রাজিব। মুক্তির সময় ছবিটি দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছিল।
দ্বিতীয় ছবি ‘অন্তরে অন্তরে’ মুক্তি পায় ১৯৯৬ সালের ১২ জুলাই। বাদল খন্দকার পরিচালিত এই রোমান্টিক চলচ্চিত্রের কাহিনি ও সংলাপ লিখেছেন জোসেফ শতাব্দী ও হেনরি আমিন। এখানে সালমান শাহের নায়িকা ছিলেন শাবনূর। ছবিতে আরও অভিনয় করেছেন ববিতা, রাজিব, রাইসুল ইসলাম আসাদ, দিলদার ও অমল বোস। প্রেম ও আবেগঘন গল্পের কারণে ছবিটি আজও দর্শকের কাছে সমান জনপ্রিয়।
তৃতীয় চলচ্চিত্র ‘সত্যের মৃত্যু নেই’ মুক্তি পায় ১৯৯৬ সালের ১৩ সেপ্টেম্বর। ছটকু আহমেদ পরিচালিত এ ছবির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন তিনি ও পানাউল্লাহ আহমেদ। এতে সালমান শাহের বিপরীতে অভিনয় করেন শাহনাজ যেটি তাদের একমাত্র যৌথ চলচ্চিত্র। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন আলমগীর, শাবানা, রাইসুল ইসলাম আসাদ, রাজিব ও ডন।
আয়োজনটি নিয়ে লায়ন সিনেমাজ কর্তৃপক্ষ এক ভিডিও বার্তায় জানায়, “কিছু নায়ক শুধু সিনেমায় আসেন, আর কিছু নায়ক পুরো চিত্রজগৎটাই বদলে দেন। সালমান শাহ তেমনই এক তারকা, যার নাম আজও একটি প্রজন্মের আবেগ।” উল্লেখ্য, এই সপ্তাহে সালমান শাহর ছবির বাইরে শুধু সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ প্রদর্শিত হচ্ছে।
মাহমুদ সালেহীন খান










