মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব পেরিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ। এই পর্বে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজিজুল হাকিম তামিমদের জন্য প্রতিটি ম্যাচই এখন ‘বাঁচা-মরার’ লড়াই। তবে এই গুরুত্বপূর্ণ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে জুনিয়র টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১৩৬ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস।
বুলাওয়েতে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তবে ইনিংসের শুরুতেই হোঁচট খায় দল। প্রথম ওভারেই সাজঘরের পথ ধরেন ওপেনার জাওয়াদ আবরার; ৩ বলে ৬ রান করেন তিনি। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে রিফাত বেগকে সঙ্গে নিয়ে প্রাথমিক চাপ সামলে নেওয়ার চেষ্টা করেন অধিনায়ক আজিজুল হাকিম।
কিন্তু এই দুই থিতু হওয়া ব্যাটার আউট হওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কোনো প্রতিরোধই গড়তে পারেনি জুনিয়র টাইগাররা। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন ওপেনার রিফাত বেগ। উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ আব্দুল্লাহর ব্যাট থেকে আসে ২৫ রান এবং অধিনায়ক আজিজুল হাকিম করেন ২০ রান। এছাড়া শাহরিয়ার আহমেদ ১৮ ও কালাম সিদ্দিকী ১০ রান করলেও বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে সেবাস্টিয়ান মরগান সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। রালফি অ্যালবার্ট ও ম্যানি লুমসডেন নেন ২টি করে উইকেট। এছাড়া বাকি তিন বোলার ভাগ করে নেন একটি করে উইকেট।
১৩৭ রানের সহজ লক্ষ্য তাড়ায় ইংল্যান্ডের বিপক্ষে এখন অলৌকিক কিছু করে দেখানোর চ্যালেঞ্জ বাংলাদেশের বোলারদের সামনে।
-এমইউএম










