২৪শের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ৬ ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড হলেও অন্য ৫ পুলিশ সদস্যের দণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে প্রসিকিউশন। সরাসরি গুলি চালিয়েও কনস্টেবল ও নিম্নপদস্থ কর্মকর্তাদের ৩ থেকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া ‘ন্যায়বিচারের সঙ্গে সংগতিপূর্ণ নয়’ উল্লেখ করে এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, “জুলাই অভ্যুত্থানে যেভাবে আমাদের তরুণরা জীবন দিয়েছেন এবং যাদের সরাসরি গুলি চালাতে ভিডিওতে দেখা গেছে বা যাদের রাইফেল থেকে গুলি বর্ষিত হয়েছে, তাদের অপরাধ প্রমাণিত হওয়ার পর সাজা এত কম হওয়াটা আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”
তাজুল ইসলাম জানান, ট্রাইব্যুনাল তার পর্যবেক্ষণে স্বীকার করেছেন যে আসামিরা গুলি চালিয়েছেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কিন্তু দণ্ড দেওয়ার ক্ষেত্রে ‘সুপিরিয়র কমান্ড’ বা ঊর্ধ্বতনদের আদেশ পালন করতে বাধ্য হওয়ার বিষয়টিকে বিবেচনায় নিয়ে আদালত সাজা কমিয়ে দিয়েছেন। চিফ প্রসিকিউটর এ বিষয়ে দ্বিমত পোষণ করে বলেন, “কার গুলিতে কে মারা গিয়েছে, মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে তা সুনির্দিষ্টভাবে প্রমাণের প্রয়োজন নেই। হাজার হাজার রাউন্ড গুলি বর্ষণ এবং শত শত শহীদের ঘটনায় সরাসরি সম্পৃক্তরা এত কম সাজা পেতে পারেন না। আমরা সুপ্রিম কোর্টে যাব যাতে এটি নির্ধারিত হয় যে, সরাসরি গুলি বর্ষণের পরও এমন লঘু দণ্ড বহাল থাকা উচিত কি না।”
এদিন ট্রাইব্যুনাল ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন। অন্যদিকে, সাবেক এসি মোহাম্মদ ইমরুলকে ৬ বছর, ইন্সপেক্টর মো. আরশাদ হোসেনকে ৪ বছর এবং কনস্টেবল মো. সুজন, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলামকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে আরশাদ, সুজন, ইমন ও নাসিরুল বর্তমানে কারাগারে থাকলেও প্রধান ৩ সাজাপ্রাপ্তসহ হাবিবুর রহমান ও সুদীপ কুমার চক্রবর্তী এখনো পলাতক রয়েছেন। চিফ প্রসিকিউটর জানান, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পাওয়ার পর পর্যালোচনা করে ৩০ দিনের মধ্যেই তারা আপিল দায়ের করবেন।