ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বহিরাগতদের কানে ধরিয়ে উঠবস করানোর একটি ভিডিও ভাইরাল হলে ডাকসু সদস্য সর্ব মিত্র চাকমা চুরি ও বিশৃঙ্খলার অভিযোগে এর কারণ ব্যাখ্যা করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে খেলতে আসা ২৫-৩০ জন কিশোর-তরুণকে কান ধরিয়ে উঠবস করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্যাম্পাসজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এই ঘটনায় নেতৃত্ব দিতে দেখা গেছে ডাকসু সদস্য সর্ব মিত্র চাকমাকে। তার সাথে ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেনও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
রবিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে সর্ব মিত্র চাকমা ঘটনার ব্যাখ্যা দিয়ে দাবি করেন, বহিরাগতদের কারণে মাঠে শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তিনি জানান, গত ১৪ অক্টোবর এক শিক্ষার্থীর সাইকেল চুরি হয় এবং সিসিটিভি ফুটেজে এক কিশোরকে তা নিয়ে যেতে দেখা যায়। এছাড়া বহিরাগতরা নিয়মিত শিক্ষার্থীদের মোবাইল ও মানিব্যাগ চুরি করে এবং বাধা দিলে কর্মচারীদের ওপর ইট-পাটকেল ছোড়ে।
ওই পোস্টে তিনি আরও উল্লেখ করেন, মাঠের সীমানা প্রাচীর সংস্কারের জন্য বারবার প্রশাসনের কাছে আবেদন করা হলেও বাজেট সংকটের অজুহাতে ফাইল ফিরিয়ে দেওয়া হয়। মূলত প্রশাসনের অসহযোগিতা এবং বারবার বারণ করার পরও বহিরাগতদের অনধিকার প্রবেশ ঠেকাতে তিনি এই কঠোর পদক্ষেপ নিয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ জানান, ভিডিওটি সম্পর্কে তিনি অবগত নন। তবে তিনি বলেন, “খেলার মাঠে প্রবেশ করতে হলে নিয়ম অনুযায়ী অনুমতি নিয়ে আসতে হবে।” একজন ডাকসু সদস্য কাউকে এমন শাস্তি দিতে পারেন কি না—এমন প্রশ্নে তিনি জানান, সংশ্লিষ্ট সদস্যের সাথে কথা বলে বিস্তারিত জেনে এ বিষয়ে মন্তব্য করবেন।
মালিহা










