উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে এক বিশাল পদক্ষেপ নিল সরকার। নীলফামারীতে ১,০০০ শয্যাবিশিষ্ট আধুনিক ও বিশেষায়িত ‘বাংলাদেশ–চীন মৈত্রী জেনারেল হাসপাতাল’ প্রতিষ্ঠার প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয়েছে। গতকাল রোববার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই মেগা প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।
প্রকল্পের ব্যয় ও বাস্তবায়ন:
-
মোট প্রাক্কলিত ব্যয়: ২,৪৫৯.৩৫ কোটি টাকা।
-
অর্থায়ন: চীন সরকারের অনুদান এবং বাংলাদেশ সরকারের ১৭৯.২৭ কোটি টাকার যৌথ উদ্যোগে।
-
সময়কাল: জানুয়ারি ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৯।
-
বাস্তবায়নকারী সংস্থা: স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্যসেবা বিভাগ।
বিশেষায়িত চিকিৎসা সেবা: এই হাসপাতালটি কেবল সাধারণ হাসপাতাল হিসেবে নয়, বরং একটি উচ্চমানের বিশেষায়িত কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এখানে যে বিভাগগুলো থাকবে:
-
নেফ্রোলজি, কার্ডিওলজি ও অনকোলজি (ক্যান্সার)।
-
নিউরোলজি ও নিউরো ইমার্জেন্সি।
-
আধুনিক আইসিইউ (ICU), সিসিইউ (CCU), এইচডিইউ (HDU) ও ডায়ালাইসিস ইউনিট।
-
বার্ন ও প্লাস্টিক সার্জারি এবং বিশেষায়িত মাতৃ ও নবজাতক সেবা।










