ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে চলছে নির্বাচনী প্রচারণার লড়াই

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসির নগর ২৪৩ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী গণসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় নেমে ভোটারদের সঙ্গে মতবিনিময়, পথসভা ও গণসংযোগে অংশ নেন।

এই আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, স্বতন্ত্র প্রার্থী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন ঘোড়া প্রতীকে, স্বতন্ত্র প্রার্থী জেলার  গ্রাম্য শালিসকারক পুরষ্কারে ভূষিত  বুড়িশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ইকবাল চৌধুরী কলার চড়ি প্রতীকে, ১০ দলীয় জোট সমর্থীত  বাংলাদেশ জামায়াতে  ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা হোসাইন আহমদ , জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী এডভোকেট মোঃ শাহ আলম, ইনসানিয়াত বিল্পব বাংলাদেশ মনোনীত প্রার্থী আপেল প্রতীকে ইঞ্জিনিয়ার শরিফ মৃধা।

প্রচারণার প্রথম দিনেই বিভিন্ন এলাকায় প্রার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে তারা নিজ নিজ নির্বাচনী অঙ্গীকার ও পরিকল্পনা তুলে ধরেন।

নাসির নগর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন জানান, ব্রাহ্মণবাড়ীয়া -১ আসনের সার্বিক নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠু রয়েছে। প্রার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বজায় রয়েছে এবং সবাই নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
তিনি আরও বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো প্রার্থী বা সমর্থক নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসির নগর সংসদীয় আসনে ৮০টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৬২৯ জন। পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ২৬৯ জন,মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৩৫৭ জন, এর মধ্যে ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।

খ,ম,জায়েদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া