গ্রিসের উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন এখনো নিখোঁজ রয়েছেন। নৌকাটিতে ৫০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী ছিলেন বলে কোস্টগার্ড জানিয়েছে।
উত্তর ইজিয়ান সাগরের ইক্রিয়া দ্বীপের কাছে দুর্ঘটনার পর কোস্টগার্ডের এক মুখপাত্র জানান, ‘৫০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে কর্তৃপক্ষ তাদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলমান রয়েছে। রেসকিউ টিমের সদস্য ও ডাইভারদের ঘটনাস্থলে পৌঁছানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।’ এথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সম্প্রচারমাধ্যম ইআরটির খবরে বলা হয়েছে, প্রবল বাতাস উদ্ধার কার্যক্রমে বাধা সৃষ্টি করছে।
ইক্রিয়া দ্বীপ তুরস্কের পশ্চিম উপকূলের নিকটবর্তী এলাকায় অবস্থিত। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে প্রবেশের উদ্দেশ্যে অভিবাসনপ্রত্যাশীরা প্রায়ই এই দ্বীপকে নৌযাত্রার সূচনাবিন্দু হিসেবে ব্যবহার করে।
অনেক অভিবাসনপ্রত্যাশী লিবিয়া থেকে গ্রিসের ক্রিট দ্বীপ পর্যন্ত দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দেয়। এই ধরনের নৌযাত্রায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।
ডিসেম্বরের শুরুতে ক্রিট উপকূলে একটি নৌকা ডুবে ১৭ জনের মৃত্যু হয় এবং আরও ১৫ জন নিখোঁজ হয়। ওই ঘটনায় মাত্র দুজন জীবিত উদ্ধার হন।
জাতিসংঘ শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে গ্রিস উপকূলে ১০৭ জন অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসাবে, ২০১৪ সালের পর থেকে মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রায় ৩৩ হাজার অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছেন।
-আফরিনা সুলতানা










