নাসিরনগরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়ীয়া জেলার হাওর বেষ্টিত নাসির নগর উপজেলায় ১০ দলীয় সমর্থীত জামায়াতে ইসলামি সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে  মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলায় বাংলাদেশ  জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিক সমাজের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার, সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা, জনস্বার্থ এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় ১০ দলীয় জোটের সমর্থীত জামায়াতে ইসলামীর নির্বাচনী গঠনমূলক ভূমিকা নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ দলীয় জোটের মনোনীত
বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়ি- পাল্লা প্রতীকে অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম বহুমুখী উন্নয়নের পরিকল্পনা ও ন্যায় ও ইনসাফ ভিত্তিক আধুনিক নাসির নগর উপজেলা গড়ার লক্ষ্যে,

রবিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২ঘটিকায় স্থানীয় আনন্দ পুর মোড়ে  উপজেলা  জামায়াতের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা আঃ সাত্তারের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের প্রেস ও মিডিয়া সেক্রেটারী  মোঃ জাহিদুল ইসলাম খোকনের সঞ্চালনায় স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মীদের ( সাংবাদিক)  সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন   ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসির নগর ২৪৩ সংসদীয় আসনে ১০ দলীয় জোটের সমর্থীত ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এস এম শফিউল্লাহ,  উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মাহববুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, বাংলাদেশ নাগরিক পার্টির এন সি পি ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী জুয়েল আহমেদ, জামায়াতে উপজেলা সাবেক আমীর মোঃ ছায়েদ আলী, উপজেলা জামায়াতে যুব বিভাগের সভাপতি লুৎফর রহমান রমজান প্রমুখ

মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধান অতিথি অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী নাসিরনগর উপজেলাকে আধুনিকায়ন করে আবারও তার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। মাদক নির্মূলে থাকবে সর্বোচ্চ কঠোরতা এ বিষয়ে কোনো ধরনের আপোষ করা হবে না বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সংখ্যালঘু ও ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি কোনো বৈষম্যমূলক আচরণ করা হবে না। সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ ও ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
ন্যায় ও ইনসাফ ভিত্তিক আধুনিক নাসির নগর উপজেলা বিনির্মানে আগামী ১২ ফেব্রুয়ারি দাড়ি পাল্লা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।

খ,ম,জায়েদ হোসেন,নাসির নগর
ব্রাহ্মণবাড়িয়া