নোয়াখালী-৫ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য শিল্পপতি মো. ফখরুল ইসলাম বলেছেন, ফ্যামিলি কার্ডসহ গণমুখী আট পরিকল্পনার ঘোষণা দিয়ে প্রসংশা কুড়াচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার যোগ্য নেতৃত্বই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে মনে করে দেশের জনগণ।
শনিবার (২৪ জানুয়ারি)রাতে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের আবদুল্লাহ মিয়ার হাট এলাকায় ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত নারী ভোটারদের উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
ফখরুল ইসলাম বলেন, সংকট মুহুর্তে দেশের জনগণের চোখে আশার আলো জাগিয়েছেন তারেক রহমান। তিনি বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিচ্ছবি ও যোগ্যতম উত্তরসূরী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।
তিনি আরও বলেন, আগামি নির্বাচনে ধানের শীষে ভোট দিলে দেশে শান্তি প্রতিষ্ঠা করবেন তারেক রহমান। ইতোমধ্যে তার ঘোষিত আটটি পরিকল্পনা জনগণ সাদরে গ্রহণ করেছে। আগামি ১২ ফেব্রুয়ারি দলে দলে কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।
নারীদের উদ্দেশ্যে ফখরুল ইসলাম বলেন, আপনারা ঘরে বসে থাকলেও কেউ আর বেকার থাকবেন না। বিএনপির পরিকল্পনায় আপনাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থার কথা বলা হয়েছে। বিএনপি দেশের ক্ষমতায় আসলে উপযুক্ত কর্মক্ষম ব্যক্তিরা আর বেকার থাকবেন না।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফোরকান ই আলম, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, সাবেক সদস্য সচিব কামাল হোসেন সৌরভ, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সদস্য বেলায়েত হোসেন, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মৌমিত ফয়সলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বি. চৌধুরী তুহিন, নোয়াখালী










