মোঃ আব্দুস সালাম সাতক্ষীরা
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পানিকাউরিয়া হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং তালা–কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।
জনসভায় বক্তব্যকালে হাবিবুল ইসলাম হাবিব বলেন,
আমি নির্বাচিত হলে কুশোডাঙ্গা ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলিত চাহিদাগুলো বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। ইউনিয়ন কমপ্লেক্স ভবন নির্মাণ, কুশোডাঙ্গা গাছস্কুলে আধুনিক চারতলা একাডেমিক ভবন নির্মাণসহ যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন,
“কলারোয়া একটি সীমান্তবর্তী উপজেলা। এখানকার তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে গড়ে তুলতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
বিএনপির ভবিষ্যৎ সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন,
বিএনপি ক্ষমতায় এলে মধ্য ও নিম্নবিত্ত পরিবারের নারী প্রধানদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষি ভাতা ও উৎপাদন সহায়তা বৃদ্ধি করা হবে, যাতে তারা সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন।
কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে এবং সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আক্তারুল ইসলাম, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মোল্লা, কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান তুহিন এবং সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী মিজানুর রহমান মিজান।
এছাড়াও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চু, বর্তমান সভাপতি এম ও হাকিম সবুজ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জনসভায় দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বক্তারা বলেন, কুশোডাঙ্গাসহ কলারোয়ার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির কোনো বিকল্প নেই।
-সাইমুন










