আব্দুল্লাহ্ আল মামুন (জেলা প্রতিনিধি) পঞ্চগড়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার স্থাপনের অভিযোগ উঠেছে।
রবিবার (২৫জানুয়ারি) পঞ্চগড়-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মুহাম্মদ বেলাল হোসেন।
অভিযোগে বলা হয়, নির্বাচনী আচরণবিধি-২০২৫ এর ধারা ১৪ অনুযায়ী প্রতি ইউনিয়ন ও পৌরসভায় সর্বোচ্চ একটি করে বিলবোর্ড স্থাপনের অনুমতি থাকলেও বিএনপি মনোনীত প্রার্থী দেবীগঞ্জ পৌরসভা এলাকায় তিনটি রঙিন বিলবোর্ড স্থাপন করেছেন। এসব বিলবোর্ড দেবীগঞ্জ পৌরসভার চৌরাস্তা, এলএসডি মোড় এবং করতোয়া সেতুর পশ্চিম প্রান্তে স্থাপন করা হয়েছে, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
এছাড়া আচরণবিধি-২০২৫ এর
বিধি ৭ অনুযায়ী ব্যানার ও ফেস্টুন দালান, গাছ এবং বিদ্যুৎ বা টেলিফোনের খুঁটিতে স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটিতে ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে বলে অভিযোগ করা হয়। এর মধ্যে সোনালী ব্যাংক পিএলসি, দেবীগঞ্জ শাখার দেয়াল, দেবীগঞ্জ পৌরসভার বিজয় চত্বরের গাছ এবং বিভিন্ন বৈদ্যুতিক খুঁটিতে পোস্টার ও ফেস্টুন লাগানোর বিষয়টি উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী পোস্টার তৈরি ও ব্যবহার করতে পারবেন না। তবে বিএনপি মনোনীত প্রার্থী পোস্টারের নির্ধারিত সাইজে ডিজাইন করে পরপর দুটি পোস্টার একত্রে কাপড়ে প্রিন্ট করে প্রচারণা চালাচ্ছেন, যা আচরণবিধি এড়িয়ে যাওয়ার অপচেষ্টা এবং সরাসরি লঙ্ঘনের শামিল।
অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে মুহাম্মদ বেলাল হোসেন বলেন, পৌরসভা ও ইউনিয়ন প্রতি একটি করে বিলবোর্ড স্থাপনের নিয়ম থাকলেও বিএনপি প্রার্থী তিনটি বিলবোর্ড স্থাপন করেছেন। আবার বিলবোর্ডে মুদ্রণ সংখ্যায় ৩৮ কপি উল্লেখ আছে। উনি ওনার প্রচারণায় আচরণ বিধি লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ রেখেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে পঞ্চগড়-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফরহাদ হোসেন আজাদের নির্বাচনী এজেন্ট ও দেবীগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী বলেন, রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমাদের এখনো কিছু জানায়নি। অনিচ্ছাকৃত ভাবে এমন হয়ে থাকলে ভবিষ্যতে আমরা এই বিষয়ে সচেতন থাকব যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয়।
এদিকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড়-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন, অভিযোগটি পেয়েছি। অভিযোগটি ইলেকশন ইনকোয়ারি কমিটির নিকট পাঠানো হবে।
-সাইমুন










