ভোটে ইসলামের পক্ষের বাক্স এখন একটাই: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আগেই ঘোষণা করেছিলাম ইসলামের পক্ষে একটি বাক্স দেব। সেই সম্ভাবনাও তৈরি করেছিলাম, কিন্তু এই সুযোগে কেউ হয়তোবা ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখে ফেলেছেন। আমাদের ব্যবহার করতে চেয়েছিলেন, সেই পরিবেশ তৈরির জন্য কেচাল তৈরি করে ফেলেছিলেন, কিন্তু আল্লাহ আমাদের হেফাজত করেছেন।

আজ রোববার ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল শাখার আয়োজনে জামিয়া নিয়ামতিয়া মাদ্রাসায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, আমরা সমঝোতার নির্বাচনের আলোচনা করেছিলাম ইসলাম, দেশ ও মানবতার কল্যাণের চিন্তা করে, কোনো ব্যক্তির স্বার্থের জন্য নয়। আল্লাহর ওপর ভরসা করেছি, কারণ তিনি বলেছেন ‘তোমাদের ভয় চিন্তা নাই, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিনের চরিত্র অর্জন করতে পার।’
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সন্দেহ প্রকাশ করে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, আশা করি সরকার বিষয়টি নিরপেক্ষভাবে দেখবেন। ইসলামী আন্দোলন নিয়ে যারা অপপ্রচার করেন তাদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা বলছেন প্রচলিত আইনে দেশ চালাবেন, নির্বাচনী ব্যানারে লিখেন নির্বাচনী ঐক্য, কিন্তু ইসলামী ঐক্য বলেন নাই, এরা কিন্তু ইসলাম বাস্তবায়ন করবেন না, এটাই বাস্তবতা।’

ইসলামী আন্দোলনের আমির বলেন, ইসলামের পক্ষে একটি বাক্স দেব, ইসলামকে ক্ষমতায় নিতে হবে, এখন ইসলামের পক্ষে বাক্স একটাই আছে। এই দাওয়াত নিয়ে মাঠে-ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রতিটি ঘরে ঘরে হাত পাখা প্রতীকের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে হাত পাখার প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি মাওলানা মামুনুর রশীদ সিদ্দিকী, ইত্তেফাকুল উলামা ত্রিশাল শাখার সভাপতি মাওলানা এখলাস উদ্দিন প্রমুখ।

-সাইমুন