ঘন কুয়াশায় পাটুরিয়া–দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

বিঘ্নিত দৃশ্যমানতার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধের খবর পাওয়া গেছে।

পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌপথের মার্কিং ও সিগন্যাল অস্পষ্ট হয়ে পড়ে। ফলে চালকরা নৌপথ দেখতে পাচ্ছিলেন না।

কুয়াশার দাপটে দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম ব্যস্ত নৌরুট পাটুরিয়া–দৌলতদিয়ায় ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সোয়া ৬টা থেকে নিরাপত্তাজনিত কারণে ফেরি সার্ভিস স্থগিত রাখায় উভয় ঘাটে শত শত যানবাহন আটকা পড়েছে, চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

বাংলাদেশ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান, দুর্ঘটনার আশঙ্কা থাকায় ফেরি মাস্টারদের সিদ্ধান্তে সাময়িকভাবে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

ফেরি সেক্টরের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে ফেরির ব্রিজ থেকে নিকটবর্তী কোনো বস্তুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। ফলে যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতেই ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, পাটুরিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে রো-রো ফেরি শাহ পরান ও কেরামত আলী যানবাহন বোঝাই অবস্থায় নোঙর করে রয়েছে। একই প্রান্তের ৪ নম্বর ঘাটে রো-রো ফেরি খান জাহান আলী ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন আটকে আছে।

অপরদিকে দৌলতদিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে রো-রো ফেরি বিএস ডা. গোলাম মাওলা, ৪ নম্বর ঘাটে ফেরি বাইগার, ৫ নম্বর ঘাটে ফেরি ঢাকা এবং ৭ নম্বর ঘাটে রো-রো ফেরি শাহ মখদুম, ভাষা শহীদ বরকত ও ইউটিলিটি ফেরি হাসনাহেনা যানবাহনসহ নোঙর করে রয়েছে।

মামুন/