চারাগাঁও শুল্ক স্টেশনকে ঘিরে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা কয়লার চালান জব্দের ঘটনায় পেশাদার ১১ চোরাকারবারির নামে সুনামগঞ্জের তাহিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের দায়িত্বশীল অফিসার ওই মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার আসামিরা হলেন- তাহিরপুরের চারাগাঁও শুল্ক স্টেশনসংলগ্ন চারাগাঁও (সংসারপাড়) সীমান্ত গ্রামের সাদ্দাম, লালঘাট সীমান্ত গ্রামের খোকন, একই গ্রামের আদম আলী, জানু, জামির আলী, রুবেল, হাবিবুরসহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার চারাগাঁও স্থল শুল্ক স্টেশনের চারাগাঁও (সংসারপাড়) সীমান্ত গ্রামের সাদ্দামের বাড়িতে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা বরাবরের মতো একটি কয়লার চালান মজুত করে পেশাদার চোরাকারবারিরা।
বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার পর তাহিরপুর থানার সীমান্তবর্তী ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের সদস্য গেল বুধবার (২২ জানুয়ারি) ভোররাতে সাদ্দামের বসতবাড়ি থেকে ২৫৬০ কেজি ভারতীয় খনিজ কয়লা জব্দ করে। এরপর থানা পুলিশ বাদী হয়ে পালিয়ে যাওয়া ১১ চোরাকারবারি নামে থানায় মামলা দায়ের করে।
সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাবিকুল হাসান রাসেল জানান, সীমান্তে সব ধরনের চোরাচালান অপতৎপরতা প্রতিরোধে জেলা পুলিশের সব ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে।
-সাইমুন










