গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংয়ের এক এজেন্টের মানি কালেক্টরের কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে চান্দনা-চৌরাস্তার আউটপাড়ার কাজীমউদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত হাবিবুর রহমানকে উদ্ধার করে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুষ্কৃতকারী ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্টের মানি কালেক্টর হাবিবুর রহমানের কাছে থাকা ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন, খবর পেয়েই পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় আহত দুই কর্মচারীকে প্রাথমিক চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ছিনতাইকারীদের শনাক্ত করতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
-সাইমুন










