হাসপাতাল থেকে রিলিজ পেয়ে অসুস্থ শরীর নিয়ে ধানের শীষের প্রতীকের নির্বাচনি প্রচারণা ও গণসংযোগ শুরু করলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।
প্রচারণার সময় তাকে দুপাশে দুজনকে ধরে এগিয়ে নিয়ে যেতে দেখা যায়।
রোববার (২৫ জানুয়ারি) বিকাল ৪টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আনসার টেপিরবাড়ী বাজারে ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন মানুষের মাঝে লিফলেট বিতরণ ও ধানের শীষের ভোট প্রার্থনা করলেন তিনি।
গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণার কথা থাকলেও অসুস্থ অবস্থায় ১ সপ্তাহ বারডেম হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এর আগে প্রচারণা চালাতে পারেননি তিনি। তবে তার পক্ষে স্থানীয় নেতাকর্মীরা গাজীপুর-৩ তার নির্বাচনি এলাকায় প্রচারণা অব্যাহত রেখেছেন।
গণসংযোগের সময় সাংবাদিকদের সঙ্গে তিনি বলেন, যারা দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত বিশেষ করে যুব সমাজের মধ্যে ব্যাপক সাড়া মিলছে।বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, মানুষ চাচ্ছে তারেক রহমান আগামী দিনে প্রধানমন্ত্রী হয়ে জনগণের সেবা করুক। গাজীপুর-৩ আসনের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে কাজ কাজ করে করছে।
এ সময় উপস্থিত ছিলেন- শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাজাহান ফকির,উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, অ্যাডভোকেট আবু জাফর সরকার, তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আকন্দ ও যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোড়ল, শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সাধারণ সম্পাদক রানা আহমেদ আকন্দসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী।
-সাইমুন










