মাদারীপুর জেলার স্টেডিয়াম রোড এলাকায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী জুবায়ের ঘটনাস্থলেই নিহত হয়েছেন। জানা গেছে, দুর্ঘটনাটি আজ ওই এলাকায় ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সংঘর্ষের পর জুবায়ের গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত জুবায়ের মাদারীপুর সদর উপজেলার সৈয়দার বালি এলাকার বাসিন্দা। তিনি মরহুম আব্দুল জলিল সরদারের ছেলে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন
হাবিবুর রহমান সুমন,মাদারীপুর জেলা










