ভোটার কার্ডে তথ্যের অমিল মিমি চক্রবর্তীর

ভোটার কার্ডে তথ্যের অমিলের কারণে এবার শুনানির মুখোমুখি হতে হচ্ছে টলিউড অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, নিজের নথি সশরীরে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। সেই সূত্রেই আগামী ৩১ জানুয়ারি কসবার নতুন বাজার এলাকার প্রশাসনিক অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে মিমিকে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সামনে পুরভোট বা উপনির্বাচনের মতো গুরুত্বপূর্ণ নির্বাচন থাকলে ভোটার তালিকা একেবারে নিখুঁত করতে এই ধরনের শুনানি নিয়মিতভাবেই করা হয়। সাধারণ নাগরিকদের পাশাপাশি পরিচিত মুখ বা তারকারাও এই প্রক্রিয়ার বাইরে নন। উদ্দেশ্য একটাই—ভোটার তালিকায় যেন কোনো ভুয়া নাম, ভুল তথ্য বা অসঙ্গতি না থাকে।
রাজনৈতিক দিক থেকেও মিমির অবস্থান এখন স্পষ্ট। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেন। তারপর থেকে সক্রিয় রাজনীতি থেকে নিজেকে দূরে রেখেছেন তিনি। একাধিকবার জানিয়েছেন, রাজনীতিতে ফেরার কোনো ইচ্ছা তাঁর নেই। বর্তমানে পুরোপুরি অভিনয়েই মন দিয়েছেন মিমি।

জানা গেছে, মিমির ভোটার কার্ড অথবা ভোটার তালিকায় কিছু তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছে। কী ধরনের অমিল, তা নির্দিষ্ট করে প্রকাশ করা না হলেও, নিয়মমাফিক যাচাইয়ের জন্য তাকে ডাকা হয়েছে। বিষয়টি নিয়ে কোনো বিতর্কে না গিয়ে দায়িত্বশীল নাগরিক হিসেবে পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করবেন বলেই জানিয়েছেন অভিনেত্রী নিজে।

সম্প্রতি টলিউডে শুরু হয়েছে তথাকথিত ‘এসআইআর’ মৌসুম। গত কয়েক দিনে একাধিক টলিউড তারকার বাড়িতে এই ধরনের শুনানির চিঠি পৌঁছেছে। এর আগে অভিনেতা দেব এবং অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর ক্ষেত্রেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। শনিবারই জানা যায়, অভিনেত্রী মানালি দে-কে তার ভোটার কার্ডে বাবার নামের বানান ভুলের কারণে শুনানিতে ডাকা হয়েছে। সেই তালিকায় এবার যুক্ত হল মিমি চক্রবর্তীর নামও।

বিষয়টি নিয়ে মিমি স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি অবশ্যই নির্ধারিত দিনে হাজির হবেন। তার কথায়, “আমি অবশ্যই ৩১ তারিখ শুনানিতে যাব। যা যা ডকুমেন্ট নিয়ে যেতে বলা হয়েছে, সবকটাই নিয়ে যাব।” কোনো রকম গড়িমসি নয়, বরং প্রশাসনিক নিয়ম মেনেই তিনি বিষয়টি নিষ্পত্তি করতে চান বলে জানান।

কাজের দিক থেকে বললে, গত ২৩ জানুয়ারি মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। সিনেমার প্রচার ও অভিনয় নিয়েই এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী। তার মধ্যেই নাগরিক দায়িত্ব পালনে শুনানিতে হাজির হওয়ার সিদ্ধান্তে তার অবস্থান স্পষ্ট করে দিলেন মিমি চক্রবর্তী।

বিথী রানী মণ্ডল/