আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিকরা। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কমিশনের ওপর তারা সর্বোচ্চ আস্থা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিদেশি মিশনের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বিশেষ ব্রিফিং শেষে এসব কথা জানান সিইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে কূটনীতিকদের অবহিত করতেই নির্বাচন কমিশনের উদ্যোগে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। তবে এ সময় ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রবেশাধিকারে কড়াকড়ি ছিল।
সিইসি বলেন, বৈঠকে সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ, প্রক্রিয়া ও কমিশনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কূটনীতিকরা কমিশনের কার্যক্রম পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেছেন এবং নির্বাচন আয়োজনের সক্ষমতার প্রতি তাদের আস্থা পুনর্ব্যক্ত করেছেন।
তিনি আরও জানান, ভোটাররা যাতে নির্বিঘ্ন ও নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই কমিশন কাজ করছে। একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ব্রিফিংয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি, নির্বাচনী আইনি কাঠামো, আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগের নীতিমালা এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিকল্পনা তুলে ধরা হয়।
সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে চারজন নির্বাচন কমিশনারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরদিকে, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জাতিসংঘের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।