ইইউটিতে জমকালো আয়োজনে ‘বিয়ন্ড দ্য মেট্রিক্স সিজন ৩’ অনুষ্ঠিত

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) গত ২৩ জানুয়ারি ব্যবসায় ও প্রযুক্তি বিষয়ক মেগা ফেস্ট ‘বিয়ন্ড দ্য মেট্রিক্স সিজন ৩’ দেশের অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়েছে।

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট (বিটিএম) বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে গত ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে ফ্ল্যাগশিপ ফেস্ট ‘বিয়ন্ড দ্য মেট্রিক্স সিজন ৩’। এরজা প্লাস্টিকের উপস্থাপনায় ও লজিটেকের সহযোগিতায় এই বর্ণাঢ্য আয়োজনটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ম্যাগাজিন ‘ইনসাইটস’-এর ব্যানারে অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই উৎসবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা তাদের মেধা ও নেতৃত্বের দক্ষতা প্রদর্শনের সুযোগ পান। কুইজমেট্রিক্স, পোস্টারমেট্রিক্স ও অ্যাডমেট্রিক্সের মতো সৃজনশীল প্রতিযোগিতার পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ছিল ‘বিজমেট্রিক্স’ এবং ‘পিচমেট্রিক্স’। বিশেষ করে বিজমেট্রিক্স প্রতিযোগিতায় প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেন, যেখানে জাঁকজমকপূর্ণ ফাইনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দেশি-বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানির শীর্ষ কর্মকর্তারা।

আয়োজনটিতে বিটিএম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ৩৭ সদস্যের একটি সাংগঠনিক কমিটি সার্বিক তত্ত্বাবধান করে। প্রতিযোগিতার পাশাপাশি উদ্যোক্তাদের জন্য ছিল স্টল প্রদর্শনী, যেখানে দেশীয় হস্তশিল্প ও সৃজনশীল পণ্যের পসরা বসে। ক্রাউন প্লাজা, দি বিজনেস স্ট্যান্ডার্ড ও ফ্রেশ টিস্যুসহ বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান এই আয়োজনে স্পনসর হিসেবে যুক্ত ছিল। আয়োজকরা জানান, ইনসাইটস ম্যাগাজিনের মাধ্যমে ব্যবসায় ও প্রযুক্তি খাতের উদ্ভাবনী চিন্তাকে তরুণদের মধ্যে ছড়িয়ে দেওয়াই ছিল এই ফেস্টের মূল লক্ষ্য।

মালিহা