স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের বৈশ্বিক অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন কান্ট্রি অফিসে ইন্টার্নশিপের আবেদন আহ্বান করেছে বিশ্বব্যাংক, যার প্রক্রিয়া চলবে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিশ্বের অন্যতম শীর্ষ সংস্থা বিশ্বব্যাংক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ প্রোগ্রামের ঘোষণা দিয়েছে। গত ১৯ জানুয়ারি থেকে ২০২৬ সালের এই ইন্টার্নশিপের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। যোগ্য প্রার্থীরা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি অথবা বিশ্বব্যাংকের যেকোনো দেশের কান্ট্রি অফিসে কাজ করার সুযোগ পাবেন।
আবেদনের ক্ষেত্রে আন্ডারগ্র্যাজুয়েট ট্র্যাকের জন্য শিক্ষার্থীকে অবশ্যই স্নাতক শেষ বর্ষের হতে হবে। অন্যদিকে পোস্টগ্র্যাজুয়েট ট্র্যাকের জন্য মাস্টার্স বা পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত থাকা বাধ্যতামূলক। উভয় ক্ষেত্রে প্রার্থীর শূন্য থেকে ৬ বছরের পেশাগত অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। নির্বাচিত ইন্টার্নরা ফাইন্যান্স, উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নমূলক কাজে সরাসরি অভিজ্ঞতার পাশাপাশি নতুন আর্থিক বাজার তৈরিতে ভূমিকা রাখার সুযোগ পাবেন।
আগ্রহীদের বিশ্বব্যাংকের অফিসিয়াল ইন্টার্নশিপ পোর্টালে গিয়ে সিভি, আবেদনপত্র এবং ট্রান্সক্রিপ্টসহ আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের প্রক্রিয়া ও বিস্তারিত জানাতে আগামী ২৭ জানুয়ারি ও ৯ ফেব্রুয়ারি দুটি বিশেষ তথ্য সেশনের (Information Session) আয়োজন করেছে সংস্থাটি।
নির্বাচন প্রক্রিয়া শেষে আগামী ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মনোনীতদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। এপ্রিল থেকে সেপ্টেম্বর মেয়াদের এই ইন্টার্নশিপে অংশগ্রহণকারীদের ই-মেইলের মাধ্যমে চূড়ান্ত ফলাফল জানানো হবে। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে এবং একবার জমা দেওয়ার পর তথ্য পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না।
মালিহা










