আইএসের বিরুদ্ধে অভিযান আরও শক্তিশালী হচ্ছে: এরদোয়ান

আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সন্ত্রাসী গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াই আগের চেয়ে আরও বেশি শক্তিশালী এবং দৃঢ়তর হচ্ছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেছেন, উত্তর সিরিয়ায় বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের হুমকি নির্মূল হয়ে গেলে, কেবল সিরিয়ার জনগণই নয়, সমগ্র অঞ্চল স্বস্তি পাবে।

শনিবার (২৪ জানুয়ারি) দেশটির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আইদিন প্রদেশে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, একটি ঐক্যবদ্ধ, নিরাপদ এবং স্থিতিশীল সিরিয়া সকল সম্প্রদায়ের জন্য কল্যাণ বয়ে আনবে।

এরদোয়ান বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রতিষ্ঠিত বৈশ্বিক ব্যবস্থা ‘মৌলিকভাবে ভেঙে পড়ছে। একসময় স্থিতিশীল বিবেচিত অঞ্চলগুলো এখন কঠোর বাস্তবতার মুখোমুখি হচ্ছে।

দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বিশ্ব ব্যবস্থা নিয়ে বিতর্কের কথা উল্লেখ করে এরদোগান বলেন, তুরস্কের দীর্ঘস্থায়ী সমালোচনা এখন পশ্চিমা বিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে। যারা একসময় আমাদের নির্দয়ভাবে সমালোচনা করতো, তারা আজ স্বীকার করছে যে আমরা সঠিক ছিলাম।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, প্রতিবেশী সিরিয়াতেও একই রকম হিসাব করা হয়েছে। তিনি উল্লেখ করেন, ১৩ বছরেরও বেশি সময় ধরে নিপীড়নের মুখোমুখি সিরিয়ানদের পাশে থাকার জন্য তুরস্ক তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন।শেষ পর্যন্ত কী হলো? সিরিয়ায় নিপীড়ক শাসনব্যবস্থা ভেঙে পড়ল। নিপীড়নের অবসান হল। তুর্কিয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু একটি সরকার ক্ষমতায় এসেছে।

তিনি আরও বলেন,সিরিয়া এখন দ্রুত পুনরুদ্ধার হচ্ছে এবং প্রায় ১৪ বছরের সংঘাতের পর নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

_সাইমুন