স্পোর্টস রিপোর্ট : বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো প্রতিযোগিতা ২০২৫-২০২৬ সমাপ্ত হয়েছে।
শনিবার হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতায় দেশের ৩০ জেলার ক্লাব এবং সংস্থা হতে ৫৫০ জন সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো খেলোয়াড় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী খেলোয়াড়দের নৈপুণ্য, শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মনোভাব উপস্থিত দর্শক ও অতিথিদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহাবুব-উল-আলম।
এ সময় তিনি বিজয়ী খেলোয়াড়দের হাতে পদক ও সনদপত্র তুলে দেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “তায়কোয়ানডোর মতো মার্শাল আর্ট শুধু শারীরিক সক্ষমতাই নয়, বরং আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নৈতিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তায়কোয়ানডো খেলোয়াড়রা আরও সাফল্য অর্জন করবে বলে আমি আশাবাদী।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর ইমরোজ আহমেদ, সহ-সভাপতি, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সোহরাব হোসেন ভূঁইয়া, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, পিএসসি, জি+, বাংলাদেশ বর্ডার গার্ড, মির্জা সিফাত-ই-খোদা, পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
প্রতিযোগিতায় সিনিয়র বিভাগে পুরুষ ও মহিলা বভিাগে গ্রুপ চ্যাম্পয়িন হয়েছে আনসার। তারা ২৮টি স্বর্ণ, ৬টি রৌপ্য এবং ১টি তাম্রসহ মোট ৩৫ টি পদক পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন।
প্রথম রার্নাসআপ হয়েছে বিজিবি তারা ৫টি স্বর্ণ, ৬টি রৌপ্য এবং ১টি তাম্রসহ মোট ১২ টি পদক পেয়ে প্রথম রার্নাসআপ।
দ্বিতীয় রার্নাসআপ হয়েছে বিকেএসপি তারা ৩টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ৭টি তাম্রসহ মোট ১২ টি পদক পেয়ে দ্বিতীয় রার্নাসআপ।
এদিকে জুনয়ির বিভাগের পুরুষ ও মহিলা গ্রুপে চ্যাম্পয়িন হয়েছে বিকেএসপি তারা ১৬টি স্বর্ণ এবং ১টি রৌপ্যসহ মোট ১৭ টি পদক পেয়েছে।
প্রথম রার্নাসআপ হয়েছে কক্সবাজার জেলা তারা ৭টি স্বর্ণ এবং ৬টি রোপ্যসহ মোট ১৩ টি পদক পেয়ে প্রথম রার্নাসআপ।
দ্বিতীয় রার্নাসআপ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তারা ৬টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ৪টি তাম্রসহ মোট ১২ টি পদক পেয়ে দ্বিতীয় রার্নাসআপ।
আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হবে।
অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, রেফারি, কোচ, খেলোয়াড় ও পৃষ্ঠপোষকদের প্রতি আয়োজক কমিটি কৃতজ্ঞতা প্রকাশ করে।
-সাইমুন










