নতুন রাজনীতির মুখোশে পুরোনো বেইমানি: তাসনুভা জাবিন

প্রতিনিধি

_এজাজ আহম্মেদ

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক মুখগুলোর আচরণ ও বক্তব্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক এনসিপি নেত্রী তাসনুভা জাবিন। জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও আত্মত্যাগকে ব্যবহার করে সুবিধাভোগী একটি গোষ্ঠী রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পেতে চাইছে বলে অভিযোগ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক প্রতিক্রিয়ায় তাসনুভা জাবিন বলেন, গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার কথা ছিল নতুন প্রজন্মের নীতিনিষ্ঠ ও আদর্শবাদী রাজনীতিকদের। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, সেই জায়গা দখল করে নিয়েছেন পুরোনো ক্ষমতার প্রতীক হিসেবে পরিচিত ওবায়দুল কাদের ও শামীম ওসমানের মতো ব্যক্তিরা। তার ভাষায়, “এত মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে যারা আজ উদ্ধত ও বেয়াদবি করছে, তা সত্যিই লজ্জাজনক।”

তিনি আরও অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে নির্বাচনে অংশ নিতে যাওয়া কিছু প্রার্থী গণঅভ্যুত্থানের চেতনাকে পুঁজি করে ব্যক্তিগত ধান্ধায় নেমেছেন। এসব প্রার্থীর বক্তব্যে অহংকার ও দাম্ভিকতা স্পষ্ট, যা তাদের রাজনৈতিক ও নৈতিক দৈন্যতারই প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।

তাসনুভা জাবিন বলেন, অনেকের হাতে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকলেও নীতি, মূল্যবোধ ও আদর্শের চরম অভাব স্পষ্ট হয়ে উঠছে। “নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না, মানুষ কতটা অযোগ্য ও অসহনীয় হতে পারে,”— বলেন তিনি।

নতুন ধান্ধাবাজদের প্রসঙ্গে তিনি আরও বলেন, পুরোনো চাঁদাবাজ বা ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে মানুষের ঘৃণা তৈরি হতে সময় লেগেছে যুগের পর যুগ। কিন্তু যারা সম্প্রতি রাজনীতিতে ঢুকে পড়েছে, তারা মাত্র দেড় বছরের মধ্যেই সেই পর্যায়ের ঘৃণা অর্জন করেছে। তাদেরই সবচেয়ে বড় বেঈমান ও প্রতারক হিসেবে আখ্যায়িত করেন তিনি।

শেষে গণঅভ্যুত্থানের চেতনা রক্ষায় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তাসনুভা জাবিন বলেন, রাজনৈতিক ভাষণ আর বাস্তব চরিত্রের ফারাক বুঝতে না পারলে আবারও আত্মত্যাগের ইতিহাসকে অপমানিত হতে হবে।

-সাইমুন