বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ইন্ডিয়ার মাল ইন্ডিয়া চলে গেছে, এখন নতুন করে পাকিস্তানি মাল আসবে নাকি?’ তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে বিদেশি প্রভাবের রাজনীতি বন্ধ করতে হবে এবং দেশের শক্তি হতে হবে দেশের জনগণের শক্তি।
সালাহউদ্দিন বলেন, আওয়ামী লীগ একসময় রাজনৈতিক দল হিসেবে থাকলেও সময়ের ব্যবধানে সেটি মাফিয়া দল এবং পরে ফ্যাসিবাদী দলে পরিণত হয়েছে।
আওয়ামী লীগকে ‘মেইড ইন ইন্ডিয়া’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের এই পার্টিটা ছিল মেইড ইন ইন্ডিয়া। দেশের বিপক্ষের শক্তি হিসেবে তারা প্রকাশিত হয়েছে।
তিনি আরো বলেন, ‘দেশে এখন আর বিদেশি মাল নাই। বাংলাদেশে একটা আওয়ামী লীগ নামের পার্টি ছিল, একসময় রাজনৈতিক পার্টি ছিল।
বক্তব্যে গার্মেন্টস শিল্পের উদাহরণ টেনে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, কোনো উৎপাদিত দ্রব্যের পেছনে যেমন লেখা থাকে ‘মেইড ইন বাংলাদেশ’ ঠিক তেমনি রাজনীতিতেও কারা কোথা থেকে ‘তৈরি’ তা মানুষের কাছে স্পষ্ট।
তিনি বলেন, ‘আমরা বিদেশে গেলে শার্টের ভেতরে লেখা থাকে ‘মেইড ইন বাংলাদেশ’। গার্মেন্টস তো সব এখানে তৈরি হয়—তারপর বিদেশে যায়।
সালাহউদ্দিন দাবি করেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে যে রাজনৈতিক শক্তি রয়েছে, তার নাম বিএনপি। বাংলাদেশের শক্তি বাংলাদেশের মানুষের দল, বাংলাদেশের স্বাধীনতা-পক্ষের দল, বাংলাদেশের গণতন্ত্র এবং উন্নয়নের দলের নাম বিএনপি।
তিনি বলেন, জান্নাত-জাহান্নামের সিদ্ধান্ত মানুষের হাতে নয়। আল্লাহই বিচার দিবসে নির্ধারণ করবেন কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। আমরা এখন নির্ধারণ করে দিচ্ছি—কোথায় ভোট দিলে কে জান্নাতে যাবে এগুলা ঈমানের ক্ষতি করছে।
সালাহউদ্দিন বলেন, বাংলাদেশের মানুষ মূলত রাসূল (সা.)-এর শিক্ষা অনুসরণ করে এবং মদিনার ইসলামে বিশ্বাসী। এ দেশের শতকরা ৯০-৯২ ভাগ মুসলমান। আমরা রাসূলুল্লাহ (সা.)-এর অনুসরণ করি। তাই আমরা বলি—আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি।”
ভোটের মৌসুমে নানা ধরনের বিভ্রান্তি তৈরির চেষ্টা হতে পারে উল্লেখ করে তিনি বলেন, মানুষের উচিত ইহকালের বাস্তব প্রয়োজন নিয়ে ভাবা এবং জনগণের কল্যাণে কী পরিকল্পনা করা হচ্ছে তা দেখা।
বিএনপিকে পরীক্ষিত রাজনৈতিক দল উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘বিএনপি বাংলাদেশের পরীক্ষিত দল। বিএনপিরও রাষ্ট্র পরিচালনায় মাঝে মাঝে ভুল হয়নি, তা নয়। তবে বিএনপি নীতির রাজনীতি করে এবং জনগণের সামনে পরিকল্পনা তুলে ধরে।
-সাইমুন










