ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না-খেলার দাবিতে অনড় থেকেই আইসিসিকে ফের চিঠি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের দাবি নিরপেক্ষ কমিটিতে পাঠানোর আর্জি জানানো হয়েছে ওই চিঠিতে। আইসিসি এই অনুরোধে সাড়া দেবে বলে আশাবাদী বিসিবি।
বিরোধ নিষ্পত্তি কমিটি স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত। আইসিসি বিরোধ নিষ্পত্তি কমিটি একটি স্বাধীন সালিশ সংস্থা, যা আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত বিরোধ নিষ্পত্তি করে। এটি ইংরেজি আইন অনুযায়ী পরিচালিত হয় এবং এর কার্যক্রম লন্ডনে অনুষ্ঠিত হয়। সমস্ত অভ্যন্তরীণ প্রতিকার শেষ হয়ে গেলে এটি আইসিসি, সদস্য বোর্ড, খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সম্পর্কিত মামলার শুনানি করতে পারে।
আইসিসি প্রথমবার ভেন্যু পরিবর্তনের দাবি নাকচ করে দেওয়ার পর বিসিবি এখন বিষয়টি আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটির কাছে পাঠানোর অনুরোধ করেছে।
গত বুধবার আইসিসির সভা শেষে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসতে ২৪ ঘণ্টা সময় বেধে দেয়। এরপর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান তিনি।
-মামুন