নিজস্ব প্রতিবেদক :
রাজধানীতে চালু হলো দেশের প্রথম পূর্ণাঙ্গ স্পেশালাইজড ডেন্টাল হাসপাতাল। ধানমন্ডি দুইয়ে অবস্থিত এই “এডিএম (এডভান্সড ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল) হাসপাতালে থাকছে ২৪ ঘন্টা সেবা। রয়েছে ইন্ডোর এবং আউটডোর সেবা সহ আইসিইউ সুবিধা। শুক্রবার চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালটি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, শতাধিক ডাক্তারদের সমন্বয়ে গঠিত এই হাসপাতালে ডেন্টিস্ট্রির সব বিভাগের দক্ষ এবং বিশেষজ্ঞ কনসালটেন্টগণ সেবা দিবেন। মুখের ক্যান্সার, টিউমার, চোয়ালের সব ধরণের অপারেশন, আঁকা বাঁকা দাত বিশেষজ্ঞ, এন্ডোডন্টিস্ট, শিশু দন্ত রোগ বিশেষজ্ঞ সহ মুখ ও দাঁতের সব ধরণের রোগের চিকিৎসা এবং সেবা এই হাসপাতলে পাওয়া যাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহীনুল আলম। তিনি বলেন, ডেন্টালের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এরকম হাই টেক ডেন্টাল হাসপাতাল বাংলাদেশের রোগীদের জন্য একটি আশীর্বাদ। তিনি ইনফেকশন কন্ট্রোল এবং এক্রীডিটেশনের উপর জোড় দিয়ে বলেন, আমাদের বেশির ভাগ হাসপাতালেই প্রচুর ইনফেকশন হয়। এই সংক্রমণ কমাতে হলে আমাদের খুব সতকর্তার সাথে প্রাকটিস করতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএমইউ এর প্রো ভিসি অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার। তিনি বলেন, এই হাসপাতালের মাধ্যমে বাংলাদেশের ডেন্টিস্ট্রি বহির্বিশ্বে নতুন করে পরিচিতি পাবে।
দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার বলেন, পৃথিবীর অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশী ডাক্তারদের স্কীল অনেক ভালো।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থিত রাশিয়ান হাউজের পরিচালক আলেকজান্ডার ক্লেভনয়। তিনি বলেন, রাশিয়া এবং বাংলাদেশ একসাথে এই এডিএম হাসপাতালকে সাথে নিয়ে কাজ করবে। ট্রেনিং এর জন্য তিনি রাশিয়ার দরজা উন্মুক্ত করে দিবেন বলে আশ্বাস দিয়েছেন।
এডিএম হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. মোস্তাফিজ এই হাসপাতালকে বিশ্বের একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করার কথা বলেন। অত্র হাসপাতালের ভাইস চেয়ারম্যান এবং সাপ্পোরো ডেন্টালের অধ্যক্ষ অধ্যাপক ডা. নূরুল আমিন বলেন, এই হাসপাতালের সেবা ধনী গরীব সবার জন্য ব্যবস্থা থাকবে।
এডভান্সড ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল হাসপাতালের চেয়ারম্যান মেজর জেনারেল অধ্যাপক ডা. গোলাম মহীউদ্দীন চৌধুরী ( অব.) বলেন, সবাইকে এই হাসপাতালের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যেতে হবে। তিনি উন্নত টেকনোলজির মাধ্যমে এই ডেন্টাল হাসপাতালের বিভিন্ন পরিসেবার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে এডিএম হাসপাতালের বিভিন্ন বিভাগের কনসালটেন্টগণ তাদের চিকিৎসা পদ্ধতি এবং সেবার উপর সায়েন্টিস্ট প্রেজেন্টেশন প্রদান করেন।
-বায়েজীদ মুন্সী / সুশান্ত










