দিয়াজের রেকর্ড গড়া গোলে কোয়ার্টার ফাইনালে স্বাগতিক মরক্কো

আফ্রিকান কাপ অব নেশনস ২০২৫ এর নকআউট পর্বে টানটান উত্তেজনার ম্যাচে তানজানিয়াকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক মরক্কো।

দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াজ। রোববার (৪ জানুয়ারি ২০২৬) রাতে রাবাতের প্রিন্স মৌলে আবদেল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বল দখলে আধিপত্য থাকলেও গোলের দেখা পেতে বেশ ঘাম ঝরাতে হয় অ্যাটলাস লায়নদের।

ম্যাচের শুরু থেকেই তানজানিয়া রক্ষণাত্মক কৌশলে খেলতে থাকে। মরক্কো বেশ কিছু সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে গোল পাচ্ছিল না। প্রথমার্ধে ইসমাইল সাইবারির একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। অন্যদিকে, তানজানিয়াও কাউন্টার অ্যাটাকে ভয় ধরিয়েছিল; বিশেষ করে সাইমন এমসুভা সহজ সুযোগ মিস না করলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত।

শেষ পর্যন্ত দিয়াজের জাদুকরী মুহূর্তেই রক্ষা পায় ওয়ালিদ রেগ্রাগুইয়ের শিষ্যরা। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৬৪তম মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। অধিনায়ক আশরাফ হাকিমির বাড়ানো বল ধরে ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান ব্রাহিম দিয়াজ। এই গোলের মাধ্যমে নতুন ইতিহাস গড়লেন ২৬ বছর বয়সি এই মিডফিল্ডার। মরক্কোর ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে আফকনের এক আসরে টানা চার ম্যাচে গোল করার অনন্য রেকর্ড গড়লেন তিনি। এর আগে গ্রুপ পর্বের তিন ম্যাচেও (কমোরোস, মালি ও জাম্বিয়ার বিপক্ষে) তিনি গোল করেছিলেন। এই কীর্তিতে তিনি ছাড়িয়ে গেলেন মরক্কোর কিংবদন্তি আহমেদ ফারাসকে।

এই জয়ে শেষ আটে জায়গা করে নিল মরক্কো। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ক্যামেরুন, যারা গতকাল দক্ষিণ আফ্রিকাকে ২-১ গোলে হারিয়েছে। আগামী শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) এই হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে।