কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, অতীতে এই এলাকার প্রতিটি কেন্দ্রে আমি বিপুল ভোটে বিজয়ী হয়েছি। আগামীতেও ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আগের চেয়ে বিপুল ভোটে জয়ী করতে হবে। যাতে ভবিষ্যতে রেকর্ড কেউ ভাঙতে না পারে। অবরুদ্ধ গণতন্ত্র মুক্তি পেয়েছে। আপনারা ১২ ফেব্রুয়ারি মুক্ত পরিবেশে ভোট দেবেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে চকরিয়া উপজেলার কোনাখালী ও ঢেমুশিয়া ইউনিয়নে গণসংযোগ চলাকালে তিনি এসব কথা বলেন।
এর আগে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়ন ও ঢেমুশিয়া এলাকায় গণসংযোগ করেন এবং বক্তব্য দেন তিনি। এ সময় হাজার হাজার নারী-পুরুষ রাস্তায় নেমে এসে সালাহউদ্দিন আহমদকে ফুলের মালা পরিয়ে দেন এবং হাত মেলান। কেউ কেউ বুকে জড়িয়ে নেন সালাহউদ্দিন আহমদকে।
তাদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসার প্রতিদানে সালাহউদ্দিন বলেন, দীর্ঘ ২০ বছর পর আপনাদের কাছে পেয়েছি। মহান আল্লাহর অশেষ রহমত ও আপনাদের দোয়ায় আবারও আপনাদের কাছে ফিরে আসতে পেরেছি। আমি এই জনপদে হেঁটে-হেঁটে এলাকার স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ নানা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আগামীতে দায়িত্ব পেলে আবারও এই এলাকা উন্নয়নে ভরিয়ে দেব।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, তফশিল অনুযায়ী ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনি প্রচার-প্রচারণা চলবে। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।
জেলা নির্বাচন অফিসের সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৪ হাজার ৪৬৯ জন, নারী ভোটার ২ লাখ ৪৮ হাজার ৬২০ জন।
-সাইমুন










