চট্টগ্রামে নির্বাচনি প্রচারণা শুরুর দিনেই এক প্রার্থীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরীর কোতোয়ালি থানাধীন সিরাজউদ্দৌলা রোডের সাব-এরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট মনোনীত চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনের প্রার্থী ওয়াহেদ মুরাদকে (চেয়ার) বহনকারী পাজেরো জিপের সামনের কাচ ভেঙে যায়। তবে কারা এ হামলা করেছে সেই বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি প্রার্থী। তিনি হামলার ঘটনায় রিটার্নিং কর্মকর্তা ও কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু করেছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতা আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফির বাসভবন থেকে মোমিন রোডে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন চেয়ার প্রতীকের প্রার্থী ওয়াহেদ মুরাদ। তার গাড়িটি সিরাজউদ্দৌলা রোডের দিদার মার্কেটের ও সাব-এরিয়া এলাকার মাঝামাঝি স্থানে পৌঁছলে হঠাৎ তাকে বহনকারী গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে তার গাড়ির সামনের কাচের এক অংশ ভেঙে যায়। তারা আরও বড় ধরনের হামলার শঙ্কায় গাড়ি না থামিয়েই দ্রুত স্থান ত্যাগ করেন।
প্রার্থী ওয়াহেদ মুরাদ যুগান্তরকে বলেন, তার সঙ্গে গাড়িতে দলের ভাইস চেয়ারম্যান ইব্রাহিম আখতারি, প্রচার সচিব মাস্টার আবুল হোসাইন ও নগর (দক্ষিণ) শাখা ইসলামী ফ্রন্টের সাবেক সভাপতি গিয়াস উদ্দীন নিজামী ছিলেন। ঘটনার পর তারা কোতোয়ালি থানা পুলিশ ও রিটার্নিং কর্মকর্তার বরাবরে অভিযোগ দিয়েছেন। তবে প্রাথমিকভাবে কারা এ হামলার সঙ্গে জড়িত সেই বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি প্রার্থী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিন যুগান্তরকে বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা প্রার্থীর গাড়িতে হামলা করেছে, কী উদ্দেশ্যে করেছে- সেসব বিষয় তদন্ত করে বের করার চেষ্টা করা হচ্ছে।
-saimun










