পুরুষ সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে পরাজয়ের মধ্য দিয়ে শিরোপা জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেছে বাংলাদেশের। এক পর্যায়ে লাল কার্ডে পাকিস্তান একজন খেলোয়াড় কম নিয়ে মাঠে থাকলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি রাহবার খানের দল। শেষ পর্যন্ত ৫-১ গোলের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।
এই পরাজয়ের ফলে শিরোপা লড়াই থেকে ছিটকে গেল লাল-সবুজের প্রতিনিধিরা। রাউন্ড রবিন লিগে বাংলাদেশের এখনও একটি ম্যাচ বাকি রয়েছে। আগামী শনিবার (২৪ জানুয়ারি) নেপালের বিপক্ষে মাঠে নামবে তারা।
চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে বর্তমানে সবচেয়ে এগিয়ে আছে মালদ্বীপ। চার ম্যাচে চারটি জয় তুলে নিয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দলটি। অন্যদিকে, পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে পাকিস্তান। রাউন্ড রবিন পদ্ধতিতে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবে।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধে দুই দলই সমানতালে লড়াই করলেও ১৮ মিনিটে আলী আঘার গোল পাকিস্তানকে এগিয়ে দেয়। এই লিড নিয়েই বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধে ম্যাচে আসে গোলের বন্যা। ৩১ মিনিটে জায়েদ উদ্দিন খানের গোলে ব্যবধান দ্বিগুণ করে পাকিস্তান। তবে ৩৬ মিনিটে ফায়েদ আজিমের গোল বাংলাদেশকে ম্যাচে ফেরার আশা দেখায়।
কিন্তু শেষ চার মিনিটে পুরোপুরি ভেঙে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ। ৩৭ মিনিটে সালার আহমেদ গোল করেন। এরপর ম্যাচের শেষ মিনিটে জায়েদ উদ্দিন খান ও আলী আঘা আরও দুটি গোল করলে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে পাকিস্তান।
-এমইউএম










