আইসিসি সুবিচার করেনি, আমাদের অবস্থান বদলাবে না: আসিফ নজরুল

টানা কয়েক সপ্তাহের নাটকীয় পরিস্থিতির পর বাংলাদেশের সামনে কেবল দুটি বিকল্প ছিল ভারতে গিয়ে খেলতে হবে, অথবা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবে না। সেই অবস্থাতেই বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ড স্থির থাকল, তারা ভারতে খেলা বাতিল করে শ্রীলঙ্কায় খেলার পক্ষেই অটল।

আজ (বৃহস্পতিবার) বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবির কর্মকর্তারা। বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল জানান, ভারতে খেলার সিদ্ধান্ত বদলানো হবে না।

তাঁর কথায়, “আইসিসি বাংলাদেশের নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগের কোনো বিবেচনা করে সুবিচার করেনি। আমরা আশা করি, আইসিসি শ্রীলঙ্কায় খেলার আবেদন গ্রহণ করবে।” তিনি আরও উল্লেখ করেন, ভারতের নিরাপত্তাজনিত ঝুঁকি বাস্তব ঘটনা থেকে উদ্ভূত, কোনো অনুমান বা ধারনা নয়।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও গণমাধ্যমকে জানান, বাংলাদেশ এখনও শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চায় এবং সেই জন্য সব প্রয়াস চালিয়ে যাবে।

এদিকে, কট্টরপন্থীদের আন্দোলনের কারণে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে আইসিসি ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করেছিল। বুলবুল ব্যাখ্যা দেন, “মুস্তাফিজকে কোনো ইনজুরি বা স্বেচ্ছা কারণে বাদ দেওয়া হয়নি। নিরাপত্তাজনিত কারণে তাকে দল থেকে সরানো হয়েছিল। এরপর আমরা বিকল্প ভেন্যুতে খেলার জন্য আইসিসির সঙ্গে যোগাযোগ করি।”

আজকের বৈঠকে স্কোয়াডের ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন: নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, জাকের আলী, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম এবং তানজিম হাসান সাকিব।

বাংলাদেশের এই সিদ্ধান্ত স্পষ্ট করছে, নিরাপত্তাকে প্রধান অগ্রাধিকার দিয়ে বিশ্বকাপের জন্য তাদের লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে।

-মামুন