চট্টগ্রাম রয়্যালস হয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন শেখ মেহেদি

বিপিএলে এখন পর্যন্ত দুইবার ফাইনালে খেলেছে চট্টগ্রামের কোনো ফ্র্যাঞ্চাইজি , তবে কখনো ট্রফি ঘরে তুলতে পারেনি । এবার চট্টগ্রাম রয়্যালস ফাইনালে উঠেছে শিরোপার লড়াইয়ে। দলের অধিনায়ক শেখ মেহেদি হাসান জানিয়েছেন, শিরোপা জেতার স্বপ্ন নিয়েই মাঠে নামবেন তারা।

ফাইনাল ম্যাচ মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যা ৬টায় হবে। চট্টগ্রামের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। এর আগে ২০১৩ ও ২০২৫ সালে চিটাগং কিংস ফাইনালে খেললেও দুবারই রানার্স-আপ হয়েছে।

ম্যাচের আগের দিন অনুশীলনের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক মেহেদি বলেন, “ফাইনালে উঠেছি, শিরোপার স্বপ্ন কেন দেখব না? আগামীকালের দিনটা যাদের ওপর থাকবে, তারা ভালো ক্রিকেট খেলবে। প্রত্যেক ক্রিকেটারের ভিতরে সেই ক্ষুধাটা আছে। হোপ ফর দা বেস্ট! দেখা যাক কী হয় কালকে।”

টুর্নামেন্টের এখন পর্যন্ত তিন ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম ও রাজশাহী। প্রথম পর্বের দুই ম্যাচে জয় ভাগাভাগি হয়েছিল। পরে কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহীকে হারিয়ে চট্টগ্রাম প্রথমে ফাইনালের টিকেট নিশ্চিত করে।

মেহেদি রাজশাহী দলের প্রশংসা করে বলেন, “বিপিএলে ওয়ান অব দা বেস্ট দল আমার মনে হয় রাজশাহী। খুব ভারসাম্যপূর্ণ দল, সব ডিপার্টমেন্টে ভালো প্লেয়ার আছে। তারা পুরো বিপিএলে ভালো ক্রিকেট খেলেছে।”

তিনি আরও যোগ করেন, “আমাদের তিনটি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, তাই রাজশাহীর সম্পর্কে ভালো পড়াশোনা করেছি। আশা করি যদি ভালোভাবে তা প্রয়োগ করতে পারি, আমাদের ফেভারেও আসতে পারে।”

চট্টগ্রাম রয়্যালসের জন্য এটি তৃতীয়বারের ফাইনাল, এবার তারা শিরোপা নিজেদের করে নেওয়ার স্বপ্ন দেখছে।

-মীর মোমিন